আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড |
নিয়োগ বিজ্ঞপ্তি প্রজেক্ট ইঞ্জিনিয়ার: শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং- এ ডিপ্লোমা সাইট ইঞ্জিনিয়ার: শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং- এ ডিপ্লোমা জুনিয়র এরিয়া ম্যানেজার (৪০ জন): শিক্ষাগত যোগ্যতা: যেকোন বিষয়ে স্নাতকোত্তর। মটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে পারচেজ অফিসার-লীফ (২০ জন): শিক্ষাগত যোগ্যতা: কৃষি বিজ্ঞানে মাস্টার্স নির্মাণ সুপারভাইজার: শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি পাশ উৎপাদন কর্মকর্তা (৩০ জন): শিক্ষাগত যোগ্যতা: যেকোন বিষয়ে মাস্টার্স হিসাবরক্ষণ কর্মকর্তা (২০ জন): গোডাউন কিপার (২৫ জন): শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞানে মাস্টার্স প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়িটি সুবিধা রয়েছে। বাংলাদেশের যেকোন স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। |
উপরোক্ত পদগুলোতে পূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আগ্রহী প্রার্থীগণ আগামী ৫ জুন, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে ভিজিট করুন www.akijbiri.com/career |
1 Comments
Contact Us
ReplyDeletePrivacy Policy
Terms Conditions
আরো পড়ুন